ব্রেকিং নিউজ রাজ্য

Sexual Abuse: স্কুলেই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুলের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির একটি গ্রামে। ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তকে গণধোলাই দেয়। ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিগৃহীতা নাবালিকার বয়স ১১ বছর। সে ময়নাগুড়ির একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযোগ, শুক্রবার ওই বিদ্যালয়ের যাবার পর স্থানীয় এক যুবক স্কুলের মধ্যেই ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে। ঘটনা ঘটার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন অভিভাবকরা। বিষয়টি বুঝতে পেরে ওই যুবককে ধরে ফেলেন তাঁরা। গ্রামবাসীরাও জড়ো হয়ে অভিযুক্ত যুবককে গণধোলাই দেয়। এরপরে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। নাবালিকাকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছে ওই নাবালিকা। শুক্রবার রাতে এব্যাপারে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ওই স্কুলের তরফ থেকেও ভাবে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ওই নাবালিকার বাবা জানান, অভিযুক্তকে কঠিন শাস্তি দিতে হবে।

ময়নাগুড়ি থানা সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে।