Mid day meal distribution will start from 20th April for upto class 8. In this phase every student will get 3kg rice and 3kg potato.
রাজ্য লিড নিউজ

নবান্ন অভিযানে’ পুলিশি অত্যাচারের অভিযোগ, কলকাতার সিপিকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। এই ইস্যুতে গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এবার ‘নবান্ন অভিযান’ নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। কলকাতার নগরপালকে আগামী দু’ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন অভিযানের দিন বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের অভিযোগ , সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই বিক্ষোভকারী ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে এবং গ্রেফতারের পরও অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের ভিত্তিতেই এবার কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ১৪ দিনের মধ্যে সিপি বিনীত গোয়েলকে জবাব দিতে বলা হয়েছে। সেদিন পুলিশ কী কী পদক্ষেপ করেছে, যে সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেই বা কী পদক্ষেপ করা হয়েছে, ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ও মানবাধিকার কমিশনের তরফে চাওয়া হয়েছে।