রাজ্য লিড নিউজ

রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ: বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। শ্লীলতাহানির অভিযোগে তিনি থানার দ্বারস্থও হয়েছিলেন। কিন্তু, সাংবিধানিক রক্ষাকবচের জেরে ফৌজদারি ধারায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। এরপর এই অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন রাজভবনের ওই মহিলা কর্মী।

এমনকী শীর্ষ আদালতে রিট পিটিশনও দাখিল করেছেন তিনি। শুক্রবার মামলাটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে ওঠে। এরপরই এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকে সাহায্যের কথা বলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতকে সহযোগিতা করবেন। তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই জানা গিয়েছে।