দেশ ব্রেকিং নিউজ

রেলকর্মীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, আটক ৪

স্টেশনের মধ্যেই গণধর্ষণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। রেলওয়ে কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

২১ জুলাই, বৃহস্পতিবার রাতে দিল্লির এক রেলওয়ে স্টেশনে, যৌন লালসার শিকার হন ৩০ বছর বয়সী এক মহিলা। অভিযুক্ত ওই ৪ জনের নাম সতীশ কুমার,বিনোদ কুমার,মঙ্গল চাঁদ মীনা এবং জগদীশ চাঁদ। এই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রত্যেকেই রেলের ইলেকট্রিক বিভাগের কর্মী বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বিগত এক বছর ধরে আলাদাই থাকতেন ওই মহিলা। সম্প্রতি সতীশ কুমার নামের ওই রেল কর্মচারীর সাথে পরিচয় হয় তার । চাকরির প্রতিশ্রুতি দিয়েই গত ২১ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ ওই যুবতীকে নিয়ে স্টেশনে যান তিনি। তারপরেই ইলেকট্রনিক বিভাগের একটি ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

অভিযোগে চারজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ও ৩৪২ ধারা মামলা রুজু করা হয় বলেই সূত্রের খবর। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দেয় অতীতে ঘটে যাওয়া মর্মান্তিক সব ধর্ষণের কথা। যা নিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।