উত্তপ্ত সন্দেশখালি। জারি রয়েছে ১৪৪ ধারা। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। ঢুকতে গেলেই আটকাচ্ছে প্রশাসন। শনিবার সেখানে গেল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। শনিবার সকালে ৬ সদস্যের এক প্রতিনিধি দল শনিবার সকালে সন্দেশখালিতে যান। গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা।
গত কয়েকদিন ধরেই সন্দেশখালির পরিস্থিতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ। এরপর বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিরোধীদের উস্কানিতেই উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। এবার শিশু সুরক্ষা কমিশনও পৌঁছে গেল সন্দেশখালি।
প্রসঙ্গত, সন্দেশখালিতে শিশুকে মায়েক কোল থেকে ছুঁড়ে ফেলার মত গুরুতর অভিযোগ ওঠে। মূলত সেই অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন চিঠি দিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পর শনিবার সকালেই সন্দেশখালি ছুটেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে ৬ সদস্যের দল। তবে, রাজ্য কমিশনের এই সফরকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। প্রশ্ন উঠছে, অভিযোগের এক সপ্তাহ পর কেন ঘটনাস্থলে গেল রাজ্য শিশু সুরক্ষা কমিশন?