জেলা ব্রেকিং নিউজ

মালদায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ

মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচনে অশান্তি মালদা জেলায়।মালদা দক্ষিণের অন্তর্গত সুজাপুরের নয়মৌজা জুনিয়ার গার্লস হাই মাদ্রাসার একটি বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট-সহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ।

অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর করা হয়েছে তাঁদেরকে। আহতদের মালদা মেডিক্যাল কলেজের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান।

অন্যদিকে, মালদা দক্ষিণের শমসেরগঞ্জের জোতশালীর ১২৫ এবং ১২৬ নম্বর বুথে অশান্তি বাধানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেখানে ভোট দিতে আসা বৃদ্ধ কংগ্রেস সমর্থকের পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। শামসেরগঞ্জের হীরানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১৯ নম্বর বুথেও কংগ্রেসের উপর হামলার অভিযোগ। রোমি শেখ, জাভা শেখ নামে দুই এজেন্টের মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।