রাজ্য লিড নিউজ

মতুয়াদের মারধরের অভিযোগ, উত্তাল ঠাকুরবাড়ি

ঠাকুরনগরে চলছে মতুয়া মেলা। আর এই মেলা উপলক্ষে ছুটে আসেন মতুয়ারা। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে একটি বাস প্রায় ৬০-৭০জন মতুয়া পুণ্যার্থীদের নিয়ে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

অভিযোগ, রাত দেড়টা নাগাদ বারাসাত কাজীপাড়া সংলগ্ন এলাকায় এসে ওই বাসটি এসে পৌঁছায়। তখন একদল সশস্ত্র দুষ্কৃতী রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে বাস আটকায়। বাসে থাকা মহিলা ও শিশুসহ পুণ্যার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে গেলে সুমন হালদার নামে এক যুবককে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি একজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সোনারপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। মতুয়া দলের দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হলে শান্তনু ঠাকুরের জানান, ‘২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন।’

এরপর, ছিনতাইকৃত মোবাইল ফোন থেকে পূণ্যার্থীদের বিভিন্ন ফোনে হুমকি ফোন আসে এবং টাকা দিয়ে মোবাইল ফেরত নিয়ে যাওয়ার কথা বলা হয়। এই ঘটনার পর ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।