ব্রেকিং নিউজ রাজ্য

বহরমপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ সাধারণ ভোটারদের

বিক্ষিপ্ত অশান্তি! চতুর্থ দফার ভোট ঘিরে দিকে দিকে অশান্তির খবর। ভোটের আগের রাতেই কেতুগ্রামে খুন হয়েছেন তৃণমূল কর্মী। যা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। সোমবার ভোটের দিন গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলুরু গ্রাম।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগকে ঘিরে ঘটনার সূত্রপাত। অভিযোগ, বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর বিধানসভার কুলুরু গ্রামের ১৫৫ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের উপর লাঠিচার্জ করেছে। ঘটনার প্রতিবাদে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে বিক্ষোভে সামিল হয় ভোটাররা।

জানা গেছে, অবৈধ জমায়েত সরানোর জন্য লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

অন্যদিকে, কৃষ্ণনগরের চাপড়ার একটি বুথে সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। তা নিয়ে বাম এবং তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থানারপাড়া থানার পুলিশ। নাকাশিপাড়ার আড়ারবেঘিয়া গ্রামের একটি বুথে একই ঘটনা ঘটে।