রাজ্য লিড নিউজ

আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুল চত্বরেই এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

তুফানগঞ্জ শহরের এক নামি সরকারি স্কুলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্কুলেরই এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনায় তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। যদিও স্কুল চত্বরে এহেন ঘটনা তাদের জানা নেই বলে দাবি স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রামানিকের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত স্কুল পড়ুয়ার বাড়ি বক্সিরহাট থানার অন্তর্গত লাঙ্গলগ্রামে। ওই নাবালিকার মা জানান, “প্রতিদিনের মতো শুক্রবারও আমার মেয়ে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে ফিরে মুখ গোমড়া করে বাড়িতে বসে থাকায় তাকে জিজ্ঞেস করলে সে জানায়, ওর স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র মেয়ের অজান্তে বেশ কিছু ছবি তুলে নিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এছাড়াও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপরই অভিযুক্তর শাস্তির দাবি জানিয়ে শনিবার তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছি আমরা।”