হাথরাসে দলিত কন্যার গণধর্ষণের মামলার ট্রায়াল সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হচ্ছে না। তবে তদন্ত দেখাশোনার ভার এলাহাবাদ হাইকোর্টের উপর ছেড়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়, মামলা সরাতে হবে উত্তরপ্রদেশ থেকে। আর সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আবেদনে বলা হয়েছে, তদন্ত হোক আদালতের নজরদারিতেই।
আদালত সূত্রে খবর, সিবিআই তদন্তের সবদিকের উপর নজর রাখবে এলাহাবাদ হাইকোর্ট।সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট হাইকোর্টে জমা করতে হবে। এমনকী, নির্যাতিতার পরিবারের নিরাপত্তার বিষয়টিও দেখবে হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানান, মামলার স্থানান্তরকরণের থেকে এটাই ভালো হবে যদি সিবিআই তদন্ত আগে শেষ করে নেয়। হাইকোর্ট মামলার সবদিকে নজর রাখবে এবং সিবিআই হাইকোর্টকে রিপোর্ট করবে। একবার তদন্ত শেষ হলে, উত্তরপ্রদেশের বাইরে ট্রায়ালের কথা ভাবনাচিন্তা করা হবে। এখনও পর্যন্ত সিবিআই তদন্ত করছে। তাতে এখনই হস্তক্ষেপ করার কিছু নেই। সবদিক হাইকোর্টের নজরদারিতে হবে।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর হাথরাসের গ্রামে দলিত তরুণীকে গণধর্ষণ করে চারজন। দু’সপ্তাহ লড়াইয়ের পর মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে জোর করে দেহ দাহ করার অভিযোগ ওঠে। হাথরাস কাণ্ডে সিবিআই তদন্ত নয়, বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছিল বিরোধীরা। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় আদালতকে সিবিআই তদন্তে নজর রাখার আর্জি জানাল উত্তরপ্রদেশ সরকারও। উত্তরপ্রদেশে প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে যাতে সিবিআই তদন্তের উপর সুপ্রিম কোর্ট নজর রাখে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে জমা দেয় সেই নির্দেশও দিতে আবেদন করা হয়েছিল।
