দেশ ব্রেকিং নিউজ

১২ আগস্ট পর্যন্ত ট্রেন বাতিল

দেশে আপাতত রেল চলাচল স্বাভাবিক হচ্ছে না। শুধুমাত্র ঘোষিত বিশেষ ট্রেনগুলি যেমন চলছে তেমন চলবে। কোনও নিয়মিত ট্রেন এখনই চালু হচ্ছে না। ১২ আগস্ট পর্যন্ত সমস্ত রকম যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করল রেল। আজ রেল মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ১২ আগস্ট পর্যন্ত সমস্তরকম প্যাসেঞ্জার, মেল, এক্সপ্রেস এবং শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকবে।
একইসঙ্গে জানানো হয়েছে ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত যে সমস্ত ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুকেং করা হয়েছিল সেই টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিয়ে দেওয়া হবে। মাসখানেক আগে ট্রেন চলাচলে কিছু ছাড় দেওয়ার পরে দেশে করোনাভাইরাস সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথমবার যখন একদিনে ১৬ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৯২২ জন। যা এখন পর্যন্ত একদিনের নিরিখে সর্বোচ্চ। দেশে এখন মোট করোনা আক্রান্তের ৪ লক্ষ ৭৩ হাজারে।
উল্লেখ্য, ভারতীয় রেল ১২ মে থেকে রাজধানী এক্সপ্রেসের রুটে ১৫ জোড়া বিশেষ ট্রেন চালাচ্ছে। সে সব ট্রেন রাজধানী এক্সপ্রেসের সময়েই চলে। আর ১ জুন থেকে চলছে ১০০ জোড়া বিশেষ এক্সপ্রেস ট্রেন। লকডাউনের আগে ভারতীয় রেল সারা দেশে প্রায় ১২ হাজার ট্রেন চালাত এবং এই ট্রেনগুলিতে রোজ দু’ কোটির মতো যাত্রী ভ্রমণ করতেন।