ব্রেকিং নিউজ রাজ্য

ডিসেম্বর থেকেই ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা পাচ্ছে রাজ্যের সব পরিবার

সরকারি প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা পাবেন রাজ্যের সকলেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা আগেই করেছিলেন। কীভাবে তার জন্য আবেদন, কীভাবে ব্যবহার করা যাবে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড, জানিয়েছিলেন তাও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সেই কার্ড প্রকাশ করলেন তিনি। এরপরই স্মার্টকার্ডটি আবেদনকারীদের হাতে হাতে চলে যাবে। পয়লা ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। পরিবারের অভিভাবকের নামে ৫ লক্ষ টাকার বিমা সংক্রান্ত কার্ড দেখিয়ে রাজ্যের সমস্ত হাসপাতালে তো বটেই, ভেলোর এবং এইমসেও করানো যাবে চিকিত্‍সা। কার্ডটি তাঁর প্রিয় রং নীলেই তৈরি করা হয়েছে।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। অঙ্গনওয়াড়ি (ICDS) কেন্দ্রের কর্মীদের জন্য পূর্বঘোষিত বেতন বৃদ্ধি ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। অর্থাত্‍ নতুন বছর থেকে অতিরিক্ত ১০০০ টাকা হাতে পাবেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা।