করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কেন্দ্রের উচিত সুপ্রিম কোর্টে আর্জি জানানো। বুধবার দুপুরে বিরোধী দলগুলির ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, ‘চলুন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হোক৷’
নিট–জয়েন্ট পিছনোর দাবি জানিয়ে তিনি যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিকল্প পথ প্রধানমন্ত্রীর হাতেই ছিল। করোনা সংকটের সময় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। রেল ও অন্যান্য যোগাযোগ বন্ধ। এই অবস্থায় পরীক্ষা কীভাবে হবে? এটা তো পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়া। তাই পরীক্ষা স্থগিত করতে কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন না জানালে বিরোধী রাজ্যগুলির উচিত একসঙ্গে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়া।
মুখ্যমন্ত্রীর এই কথায় কেন্দ্রের শাসকদল হাসছে। তাঁরা মনে করছে, সুপ্রিম কোর্ট খেলাঘর নয়। যা ইচ্ছে সেখানে গিয়ে করা যায় না। সোনিয়া ও মমতার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন অবিজেপি শাসিত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাপিয়ে গিয়েছে। এমন সময় পরীক্ষার আয়োজন নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন পড়ুয়াদের একাংশ। তবে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। লকডাউনের জেরে জুলাই মাসে পিছিয়ে যায় পরীক্ষা। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের দাবি মেনে তা পিছিয়ে করা হয় সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের রায়ের পর গত ২১ আগস্ট কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সেপ্টেম্বর মাসে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে দেয়।