দেশ ব্রেকিং নিউজ

ফের বন্ধের মুখে সমস্ত স্কুল-কলেজ

সপ্তাহ কাটতে না কাটতেই ফের বন্ধের মুখে রাজধানীর সমস্ত স্কুল-কলেজ। মনে করা হচ্ছিল, দূষণের কবল থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে দিল্লি। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। যেখানে পূর্ণবয়স্করা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছে সেখানে ৩- ৪ বছরের খুদেদের স্কুলে পাঠানো হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে শীর্ষ আদালত কড়া ধমক দেয় কেজরিওয়াল সরকারকে। এরপরই দিল্লি সরকার ঘোষণা করেন শুক্রবার থেকে ফের বন্ধ সমস্ত স্কুল।

এই ঘোষণা করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তিনি জানিয়েছেন, ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে, এমন পূর্বাভাস পেয়েই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু দূষণ ফের বাড়তে শুরু করায় শুক্রবার থেকে স্কুল বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ।

দিওয়ালির সময় থেকেই দিল্লির দূষণ ভয়ংকর আকার ধারণ করে। পোড়া ধোঁয়ায় সৃষ্ট দূষণকে কেন্দ্র করে শুরু হয় পারস্পরিক চাপান উতোর। দূষণের মাত্রা এতটাই বৃদ্ধি হয় যে, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। যেভাবে শিল্প ও যানবাহন থেকে উদ্ভূত দূষণের মাত্রা বাড়ছে এবং সেটাই বায়ুর গুণগত মান হ্রাসের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত।