করোনার জেরে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই উত্তীর্ণ হবে। কাউকে আটকানো হবে না। এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার একাদশ শ্রেণী এবং কলেজ–বিশ্ববিদ্যালয়ের বাকি ক্লাসের পরীক্ষার্থীদের জন্যেও নতুন কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা হল উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে জুন মাসে। কলেজ–বিশ্ববিদ্যালয়ের কেবলমাত্র ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন দেওয়ার ব্যাপারে কী বিকল্প পদ্ধতি নেওয়া যায় তার চিন্তাভাবনা চলছে। অনলাইনে ও বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে সেই পড়াশোনার পাঠ চলছে। বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, উচ্চমাধ্যমিকের পরীক্ষা আর কলেজ–বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার হবে।
তিনি বলেন, ‘একাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীদের প্রোমোশন দেওয়া হবে। কলেজ পড়ুয়ারা শুধু ফাইনাল সেমিস্টার দেবে। কলেজ–বিশ্ববিদ্যালয়ের একটা করে সেমিস্টার এগিয়ে যাবে।