The Ministry of Railways has canceled all train tickets till June 30 except for labor trains. However, the railways have already informed that the passengers will get back the full price of the ticket.
দেশ লিড নিউজ

৩০ জুন পর্যন্ত সব ট্রেনের টিকিট বাতিল

শ্রমিক ট্রেন বাদে ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করল রেলমন্ত্রক। আগামী ৩০ জুন পর্যন্ত নিয়মিত চলাচল করে এমন সব দূরপাল্লার ট্রেনই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এই মর্মে বৃহস্পতিবার সকালে একটি নির্দেশিকাও জারি করা হয় রেলের পক্ষ থেকে। কারণ তখন ‘স্পেশাল ট্রেন’ আর ‘শ্রমিক স্পেশাল ট্রেন’ চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
লকডাউনের জন্য রেলের এই সিদ্ধান্ত। তবে রেলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, টিকিটের পুরো দাম ফেরত পাবেন যাত্রীরা। এদিকে আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্ট চালু করছে রেল। ১০০টি এসি থ্রি টিয়ার, ৫০টি এসি টু টিয়ার, ২০০টি স্লিপার ক্লাস, ১০টি ফার্স্ট এসি কামরা তালিকা নিয়ে ওয়েটিং লিস্ট তৈরি করা হচ্ছে। ভারতের বিভিন্ন শহর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া বিশেষ ট্রেনগুলিতেও এবার ‘ওয়েটিং লিস্ট’ পরিষেবা চালু হতে চলেছে।
অন্যদিকে ৩০ জুন পর্যন্ত টিকিট বাতিল হলেও স্পেশ্যাল ট্রেনের জন্য বুকিং করা যাবে। কনফার্মড টিকিট আছে এমন কোনো যাত্রী যদি তাঁর টিকিট বাতিল করেন সে ক্ষেত্রে ক্রমিক সংখ্যা অনুযায়ী সুযোগ মিলবে ওয়েটিং লিস্টের যাত্রীদের। ট্রেনে শারীরিক দূরত্বের নিয়মাবিধি বজায় রাখার জন্য রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন পরিষেবা এখনই শুরু হচ্ছে না। এখনকার মতো শুধু দিল্লিগামী ‘এসি স্পেশাল’ নয়, খুব শীঘ্রই মেল, এক্সপ্রেস এবং চেয়ারকার পরিষেবা চালুর ইঙ্গিত দেওয়া হয়েছে রেলের তরফে। এই সমস্ত ট্রেনের ক্ষেত্রেও ওয়েটিং লিস্টের সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে কবে থেকে এই সমস্ত ট্রেন চলবে সেই বিষয়ে কিছু বলা হয়নি।