দেশ লিড নিউজ

আলাপন ইস্যুতে মমতার পাশে সব বিরোধীরা

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে বাংলার বাঘিনী দিল্লির কাগুজে বাঘেদের থেকে ১–০ গোলে এগিয়ে গিয়েছেন। মঙ্গলবার এমনই ধারণা পেশ করছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। শুধু শিবসেনা নয়, এই গোটা ইস্যুতে কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছে। দ্বিধাহীন ভাষায় তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেসও।
বাংলার নির্বাচনে বিপর্যয়ের পর রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিবের বদলির নির্দেশকে দিল্লির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত বলেই মনে করছে দেশের তামাম বিরোধী শিবির। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‌এটি রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়। এখন সবাইকে সঙ্গে নিয়ে একযোগে করোনা মোকাবিলার করা উচিত কেন্দ্রের।’‌ সমাজবাদী পার্টি শুরু থেকেই তৃণমূলের পাশে। এআইসিসির পক্ষ থেকে আগেই বিবৃতি দিয়ে এই ইস্যুতে তৃণমূলের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের একটি টুইটকে রিটুইট করে লিখেছেন, ‘‌সুখেন্দুবাবুর প্রতি সহমর্মিতা রইল।’‌ উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালদের মতো নেতাদের সঙ্গে কথা হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের।
বাংলার নির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের পরই জাতীয় রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছে। আরও একবার বিরোধী দলগুলি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা নিয়ে জল্পনা শুরু করেছে। আর এবারে বিরোধী জোটের মধ্যমণি হিসেবে ভাবা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আলাপন ইস্যুকে সামনে রেখে সব বিরোধী দল যেভাবে মমতার পাশে দাঁড়াচ্ছে, তা তাৎপর্যপূর্ণ।