সোমবার থেকে দিল্লিতে সব সরকারি ও বেসরকারি স্কুল খুলে যাচ্ছে।
এই স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ক্লাসের সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হবে। এই সময়কাল দুই শিফটে চলমান স্কুলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সোমবার থেকে নিয়মিত স্কুল চলবে। এর পরিপ্রেক্ষিতে দিল্লি সরকারের শিক্ষা দফতর একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, ১৫ জানুয়ারি থেকে সব স্কুলে আবার ক্লাস শুরু করতে হবে। এতে নার্সারি এবং কেজির প্রাথমিক ক্লাসও রয়েছে। বলা হয়েছে, কুয়াশার কারণে সব স্কুল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু রাখতে হবে। এর মধ্যে দুই শিফটে চলা স্কুলগুলোও অন্তর্ভুক্ত।