আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভ্যাকসিন তৈরির দৌড়ে সবাই

কোভিড-১৯,এই মারণ ভাইরাসকে সামলানোই এখন মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীর সমস্ত দেশের গবেষকরা দিন রাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কীভাবে আটকানো যাবে এই মৃত্যু মিছিল তারই চেষ্টায়। কোন কোন দেশের দাবি তাঁরা পৌঁছে গেছে আবিষ্কারের একদম কাছাকাছি। কোন দেশ পারবে আগে, লড়াই চলছে তা নিয়েও।

এরই মধ্যে ইজরায়েল দাবি করল করোনার প্রতিষেদক প্রায় তৈরি। রোমের লাজারো স্প্যালানজানি সেন্টারে তাঁদের গবেষনা চলছে বলে জানানো হয়েছে। ইঁদুরের শরীরে প্রাথমিক পরীক্ষায় করোনা রুখতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এমনকি দ্রুত পেটেন্ট নেওয়ার কথাও জানিয়েছে ইজরায়েল। অপরদিকে নেদারল্যান্ডের ইউট্রেখঠ বিশ্ববিদ্যালয় দাবি করেছে তাঁরা বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করেছে। যার পোশাকি নাম 47d-11। এই মনোক্লোনাল অ্যান্টিবডি করোনা ভাইরাসের গায়ের কাঁটা নিষ্ক্রিয় করে তার ক্ষমতাকে ৮০ শতাংশ কমিয়ে দেবে। ভারতও অবশ্য পিছিয়ে নেই এই দৌড়ে। সেপসিভ্যাক নির্ভর ভ্যাকসিন কতটা কার্যকর জানতে চলছে পরীক্ষা। ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে চণ্ডীগড়ের PGIMER । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভ্যাকসিন নিয়ে বৈঠক করবেন গবেষকদের সঙ্গে।

এই বিষয়ে অবশ্য সতর্ক বার্তা জানিয়েছে হু। তাঁদের কোভিড-১৯ সেলের বিশেষ পরামর্শদাতা ডেভিড নাবারো বলেছেন,’ বিশ্ব জুড়ে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে। খুব তাড়াতাড়ি হয়তো মিলবে। তবে এমনও হতে পারে যে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হল না। অনেক সংক্রমণের ক্ষেত্রেই তো এটা হয়েছে। তাই এত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসা ঠিক নয়।’

তবে যেই তৈরি করুক না কেন, কবে আসবে এই ভাইরাসের ভ্যাকসিন, মুক্তি পাবে মানুষ, সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব।