কলকাতা ব্রেকিং নিউজ

মনোনয়ন ঘিরে উত্তপ্ত আলিপুর, ব্যহত যান চলাচল

প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তৃণমূল-সিপিএম মুখোমুখি হয়ে যাওয়ায় উত্তেজনা ছড়ায় আলিপুর এলাকায়। বামেদের মিছিল থেকে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্য করে ”চোর” স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেয় তৃণমূলও। ফলে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।

৫ বাম প্রার্থীকে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিম। অন্যদিকে তৃণমূল প্রার্থী মালা রায়েরও মনোনয়ন জমা দেওয়ার কথা। সেই প্রেক্ষিতেই মুখোমুখি চলে আসে বাম ও তৃণমূলের মিছিল। পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমসিম খায়। আধ ঘণ্টারও বেশি সময় ধরে হাজরা মোড় থেকে গোপালনগর এলাকার পরিস্থিতি ভয়াবহ ছিল। ব্যহত হয় যান চলাচল।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সিপিএম-তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে দুরত্ব বজায় রাখতে সক্ষম হয় তারা।