আলিয়া ভাটকে হাসপাতালে ভর্তি করা হল। বলিউড অভিনেত্রীকে রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, রবিবার আচমকাই আলিয়ার শরীর খারাপ হতে শুরু করে। শরীর ভালো নেই আঁচ পাওয়ার পরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় নায়িকাকে। আপাতত ভালো আছেন আলিয়া। প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে রবিবার রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আলিয়াকে। অত্যধিক পরিশ্রমের জেরেই আলিয়া ভাট আচমকা অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
