বিনোদন ব্রেকিং নিউজ

হলিউডে আলিয়া ভাট, দেখা যাবে খলনায়িকার চরিত্রে

এবার সোজা হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী আলিয়া। এই বছরের মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিটির চিত্রনাট্য লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিশন শ্রোডার। এই ছবিতে গল গ্যাডোট, জেমি ডরনান এর মত অভিনেতাদের সাথে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে।আলিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছেন। গোটা টিম এই মুহূর্তে ছবিটির প্রচারের জন্য ব্রাজিলে রয়েছে। ট্রেলারে আলিয়াকে কিছুক্ষণের জন্য দেখা গেলে অনুরাগীদের মধ্যে অনুশোচনা শুরু হয়। এবার সেই বিষয়ে মুখ খুললেন আলিয়া।

প্রসঙ্গত, আলিয়ার হলিউডে প্রথম ছবিতে তাঁকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে। ট্রেলারে খুব একটি বেশি সময়ের জন্য তাঁকে দেখা যায়নি। তবে ট্রেলারের মধ্যে খলনায়িকার ভঙ্গিমায় দেখা গিয়েছে তাঁকে। তবে, এই ট্রেলারটিতে আলিয়ার মুখে দেখা গিয়েছে বাঁকা হাসির ঝলক। ট্রেলারে এত কম সময়ের জন্য তাঁকে দেখা যাওয়ায় ক্ষুব্ধ তাঁর ভারতীয় অনুগামীরা। আলিয়া নিজে এই প্রসঙ্গে জানান, ‘হ্যাঁ আমি জানি এই ট্রেলারে আমাকে খুব অল্প সময়ের জন্য দেখা যাওয়ায় আপনারা অনেক নিরাশ। তবে সব শেষে ছবিটিই আসল। গল্পটিই আসল।”

আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ‘হার্ট অফ স্টোন’। কেমন হতে চলেছে এই ছবিটি তা নিয়ে অপেক্ষায় রয়েছেন আলিয়ার অনুগামীরা।