লকডাউন ঘোষণার পর থেকেই বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানকে ছেড়ে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে থাকছেন আলিয়া ভাট। বাবা-মায়ের থেকে দূরে থাকায় তাদের নিয়ে বেশ চিন্তিত ছিলেন এ অভিনেত্রী। এ কারণে সম্প্রতি লকডাউন ভেঙে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে মহেশ ভাট বলেন, আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল আলিয়া। একইসঙ্গে আমাদের সুরক্ষিত রাখতে সব ধরনের সতর্কতা অবলম্বন করেছিলো সে। মাস্ক ও গ্লাভস তো পরেছিল সে সঙ্গে দূরত্ব বজায় রেখে আমাদের সঙ্গে কথা বলেছে।
‘সড়ক টু’ ছবির মধ্য দিয়ে শিগগিরই বাবা-মেয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। এতে আরও দেখা যাবে সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কাপুরকে।