আবার খবরে মার্কিন মুলুক। তবে করোনার জন্য নয়। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন মুলুক। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭.৮ ম্যাগনিটিউড। বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ১৩ মিনিটে অনুভূত হয় এই মারাত্মক কম্পন। ইতিমধ্যেই ভূমিকম্পের কেন্দ্র থেকে ২০০ মাইল জুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছে। ভয়ে বাড়ি থেকে সবাই রাস্তায় বেরিয়ে আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
মার্কিন ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকে ৫০০ মাইল দূরেও অনুভূত হয়েছে কম্পন। আলাস্কায় এই ভূমিকম্পের পর উপকূলবর্তী অঞ্চলগুলিকে সুনামির কড়া সতর্কতার মধ্যে রাখা হয়েছে। ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। আফটার শকের তীব্রতাও ছিল জোরালো। বারবার আফটার শকের মধ্যে সবচেয়ে জোরালোটি ছিল ৫.৭ ম্যাগনিটিউড। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি। তবে আতঙ্কে বেশিরভাগ মানুষ বাড়ি ত্যাগ করে রাস্তায় নেমে আসায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আলাস্কা প্যাশিফিক রিং অব ফায়ারের অংশ। ১৯৬৪ সালের মার্চ মাসে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প হয়েছিল আলাস্কায়। যার মাত্রা ছিল ৯.২। সুনামিতে বিধ্বস্ত হয়ে পড়েছিল আলাস্কা, হাওয়াই। সুনামি ও ভূমিকম্প মিলে প্রাণ হারিয়েছিলেন ২৫০ জনেরও বেশি মানুষ। এবার সেই পুরনো আতঙ্কই গ্রাস করেছে সবাইকে। কারণ সুনামি সতর্কতা জারি করা হয়েছে।