দেশ ব্রেকিং নিউজ

দিল্লি নয়, নবান্নেই আলাপন

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সূত্রের খবর, সোমবার দিল্লিতে গিয়ে রিপোর্ট করছেন না মুখ্যসচিব। নবান্নে যে নির্ধারিত কর্মসূচি ছিল তাঁর, তাতেই যোগ দেবেন আলাপন।অর্থাৎ আপাতত আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন না, রাজ্যে তাঁর যেসব দায়িত্ব রয়েছে, সেটাই পালন করবেন।
এই ইস্যুতে কেন্দ্র–রাজ্যের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তাতে তিনি কী করতে চলেছেন, সেটাই বড় প্রশ্ন হয়ে উঠছিল। ঘটনাক্রম থেকে ইঙ্গিত মিলছিল, রাজ্যের মুখ্যসচিব হিসেবে তাঁর কাজ চালিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানো এবং কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে শো–কজ করা ছাড়া বিশেষ কিছু করার ছিল না। সংবিধান এবং ভারতীয় সিভিল সার্ভিসের রুল বুকে স্পষ্ট বলা রয়েছে, আইএএস বা আইপিএস আধিকারিকের ‘এমপ্লয়মেন্ট অথরিটি’ অর্থাৎ তিনি রাজ্যের অধীনে কর্মরত হলে, তাঁর বিরুদ্ধে কেন্দ্র কোনও ব্যবস্থা নিতে পারে না।
কেন্দ্র আধিকারিকদের ‘সেন্ট্রাল ডেপুটেশনে’ ডাকতেই পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানান, মুখ্যসচিবের বদলি নিয়ে কেন্দ্র ইতিমধ্যে আদালতে ক্যাভিয়েট করে রেখেছে। তবে মতান্তর হলে রাজ্য বা কেন্দ্র কিংবা সংশ্লিষ্ট আধিকারিক সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সাম্প্রতিকতম সংঘাতকে নতুন মোড় দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রের এই বদলির নির্দেশ বলে মনে করছেন অনেকে। এই অবস্থায় জল্পনা আলাপন দিল্লি যাচ্ছেন না। বরং সোমবার তিনি নবান্নে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন।