দেশ ব্রেকিং নিউজ

আল–কায়দার হিটলিস্টে বাংলা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল–কায়দা। সংগঠনটির ‘হিট লিস্টে এখন রয়েছে রাজ্যের বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম। এই হামলার ছক হতে পারে বলে রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সূত্রের খবর, নভেম্বর মাসের ৫ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট পেশ করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। সেখানে বলা হয়েছে, রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের মগজ ধোলাই করছে আল–কায়দা। ভারতে নিজেদের উপস্থিতি ঘোষণা করতে পশ্চিমবঙ্গে হামলার পরিকল্পনা করছে সংগঠনটি। করাচি ও পেশোয়ারে রিক্রূটমেন্ট সেন্টার খুলে অনলাইনে বাংলা থেকে সদস্য সংগ্রহে নেমেছে সংগঠনটি। আর নেতামন্ত্রীদের উপর হামলার নকশা তৈরি করছে আল–কায়দা।
গোয়েন্দা সূত্রে খবর, এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে জড়িত ১১ সন্দেহভাজন আল–কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লস্করের হয়ে বাংলা থেকে যুবকদের দলে ভর্তি করার কাজ করছিল বলে অভিযোগ ইদ্রিসের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল অভিযোগ করেছিলেন, আল–কায়দার নিরাপদ আশ্রয়স্থল বাংলা। এবার গোয়েন্দা রিপোর্টেও তেমন তথ্য উঠে এল বলে মনে করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে কেরল ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৯ জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা।