আরও ব্রেকিং নিউজ লাইফস্টাইল

আজ অক্ষয় তৃতীয়া: জেনে নিন এই শুভ দিনের গুরুত্ব

হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে শুভ কাজ করলে ভালো ফল পাওয়া যায়। চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে আজ অর্থাৎ ১০ মে।

কথিত আছে, এই বিশেষ দিনে কেনাকাটা করা অত্যন্ত শুভ। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এদিন মা লক্ষ্মী এবং কুবেরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। ১০ মে ভোর ৪ টে ১৭ মিনিট থেকে শুরু হবে অক্ষয় তৃতীয়া। শুভ সময় যা চলবে ১১ মে পর্যন্ত। ভোর ২ টো ৫০ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়।

অক্ষয় তৃতীয়ায় সমস্ত ধরনের শুভ কাজ করা শুভ বলে মনে করা হয়। তাই এদিন যে কাজ করবেন সেখানেই পাবেন বহুগুণ ফল। তাই বিশেষ দিনে সোনা ও রূপোর নানান জিনিস কিনুন এবং মা লক্ষ্মী পুজো দিন। তাহলে মা লক্ষ্মী খুশি হবেন। এতে আর্থিক দিকে লাভ হবে।