বিনোদন

হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার

গতকালই অক্ষয় কুমার জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) অভিনেতা জানান, তাকে হোম কোয়ারেন্টাইন ছেড়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

সোমবার সকালে টুইট করে অভিনেতা বলেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা বার্তা ও প্রার্থনা মনে হচ্ছে কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিৎসকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’।

অভিনেতা রাম সেতু ছবির শুটিং করতে গিয়েই কোভিড আক্রান্ত হয়েছেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে জানা গিয়েছে সেখানে কোভিড বিধি মেনেই কাজ চলছিল। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। আর এই সময় যে হারে সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খুবই ভয়াবহ। যে ছবির শুটিং চলছিল, তাতে অভিনয়ে করছিলেন, জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা।