ট্রেলারের শুরুতে দেখা যায় কিয়ারার বাবা-মা’র বাড়িতে অক্ষয় হাজির হয়েছেন। কিয়ারার মা ছায়া শরীর নিয়ে আতঙ্কিত, এবং শাশুড়ির এই ভয় দূর করতে তৎপর অক্ষয় কুমার। যদিও শ্বশুর মশাইয়ের সঙ্গে অক্ষয়ের একদমই বনিবনা হয় না। এর মাঝে অক্ষয়ের আচার-আচরণ আচমকাই বদলে যেতে থাকে। ভূতে অবিশ্বাসী লক্ষণ ঘোষণা করেছিল ‘আমার সামনে ভূত হলে আমি হাতে চুড়ি পরে নেব’। একদিন সত্যি চুড়ি হাতে নিজের স্বামীকে দেখতে পাবেন কিয়ারা। এই পালাবদলের প্রেক্ষাপটেই হাস্যরস এবং ভয় দুইয়ের মিশেলে ‘লক্ষ্মী বোম্ব’ সাজিয়ে তুলেছেন পরিচালক।
অক্ষয় ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন- ‘যে যেখানে আছেন, সেখানেই দাঁড়িয়ে পড়ুন এবং তৈরি হয়ে যান দেখতে লক্ষ্মী বোম্বের ট্রেলার। কারণ লক্ষ্মীর বর্ষণ হবে এবার!’এই ছবিতে এক রূপান্তরকামী আত্মার খপ্পরে পড়বেন অক্ষয়, এরপর লক্ষ্মীর অবতারে অবতীর্ণ হবেন তিনি। ৯ নভেম্বর থেকে এই ছবির অনলাইন স্ট্রিমিং হবে ডিজনি প্লাস হটস্টারে।