অক্ষয় কুমার বর্তমানে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বেশকিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। কোটি দর্শকের মন জয় করেছেন। তবে গেল কয়েক বছর ধরে বলিউডের রাজত্বটা যেন তারই। মশলাদার সিনেমায় প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দের নাম অক্ষয়। অ্যাকশন, রোম্যান্স এবং কমেডি; নানা ঘরানার ছবিতে পারফেক্ট তিনি। বহুমুখী অভিনেতা হিসেবে তিনি নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন। তার আসন্ন ছবি ‘লক্ষ্মী বোম’।
ভারতের পাশাপাশি অক্ষয় কানাডারও নাগরিক। দেশটিতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের পাশাপাশি একটি বিলাসবহুল বাংলোও রয়েছে তার। শুধু এগুলোই নয়, অক্ষয় কানাডার টরন্টোতে একটি পাহাড়েরও মালিক। কাজের মাঝে বিরতি পেলেই নানা দেশ-বিদেশ ঘুরে বেড়ান তিনি। আর তার বিশেষ পছন্দ কানাডা। সেখানে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে অক্ষয় সেখানে প্রায়ই ছুটে যান। সেজন্য টরোন্টোতে তিনি একটা পাহাড় কিনেছেন। তবে কত টাকা দিয়ে
পাহাড়টা কিনেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।