দেশ লিড নিউজ

রাষ্ট্রপতির নামে কুরুচিপূর্ণ মন্তব্যের পর ক্ষমা চাইলেন অখিল গিরি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।

নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ মঞ্চে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে দিনভর চলে প্রতিবাদ কর্মসূচি। তৃণমূলের তরফে রাস্তায় রাস্তায় অবরোধ কর্মসূচি চালানো হয়েছিল। সেখান থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?

ইতিমধ্যেই তৃণমূল নেতার পদত্যাগের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তারই মধ্যে এবার রাষ্ট্রপতি সম্পর্কে করা বিস্ফোরক মন্তব্যের কারণে ক্ষমা চেয়ে নিলেন খোদ অখিল গিরি। শনিবার ক্ষমা চেয়ে তিনি জানান,কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী তাঁকে অপমান করছেন। কখনও ‘হাফ প্যান্ট পরা মন্ত্রী’, আবার কখনও ‘কাকের মত দেখতে’ বলে কটাক্ষ করেছেন।আর সেই কারণেই শুভেন্দুকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাষ্ট্রপতিকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেই দাবি রাজ্যের কারা প্রতিমন্ত্রীর।