দেশ ব্রেকিং নিউজ

‘‌বিজেপি যোগে মিলবে জামিন’‌

বিজেপিতে যোগ দিলে জামিন মিলবে। না হলে পচে মরতে হবে জেলে। কার্যত এই প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল তাঁকে। অসমের বিধানসভা নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ হয়ে ওঠা অখিল গগৈ এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এনআইএ’র বিরুদ্ধে। এখানেও নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তার আগে এই অভিযোগ গেরুয়া শিবিরকে চাপে ফেলে দিল বলে মনে করা হচ্ছে।
এমনকী জেলে তাঁর উপরে হওয়া অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন তিনি। তাঁর গড়া নতুন রাজনৈতিক দল রাইজোর একটি চিঠি প্রকাশ করেছে। সেই চিঠিতেই অভিযোগ করেছেন অখিল গগৈ। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় ‘কৃষক মুক্তি সংগ্রাম পরিষদে’র নেতা অখিলকে। তখন অসম উত্তাল সিএএ বিরোধী আন্দোলনে।
অসমের নাগরিক সমাজ দীর্ঘ সময় ধরে গগৈয়ের মুক্তির দাবি জানিয়ে এসেছে। কিন্তু বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি রয়েছেন তিনি। তবে অসম বিধানসভা নির্বাচনেও অংশ নিচ্ছে রাইজোর। এই পরিস্থিতিতে অখিল একটি চিঠি লিখেছেন জেল থেকে। সেখানেই এনআইএ’র বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। একথা জানিয়ে অখিল লিখেছেন, এনআইএ’র সদর দপ্তরে আমাকে এক নম্বর লকআপে আটকে রাখা হয়েছিল। একটা মাত্র নোংরা কম্বল দেওয়া হয়েছিল। ৩–৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেঝেতে ঘুমতে হয়েছিল। আমি এই অপমানজনক আচরণের প্রতিবাদ করার পরে ওরা অন্য একটা প্রস্তাব দিল। আমাকে জানানো হয়েছিল বিজেপিতে যোগ দিলে আমি বিধানসভা নির্বাচনে লড়তে পারব। মন্ত্রীও হতে পারব।