অবশেষে বিজেপি’র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেল শিরোমণি অকালি দল। বিতর্কিত কৃষি বিল ঘিরে শেষপর্যন্ত ফাটল ধরল এনডিএ মন্ত্রিসভায়। এই বিলের প্রতিবাদে কয়েকদিন আগে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে নিজেদের সাংসদকে প্রত্যাহার করেছিল শিরোমণি অকালি দল। এবার বিজেপি নেতৃত্বাধীন এই জোট ছেড়েই বেরিয়ে গেল তারা। সভাপতি সুখবীর সিং বাদলের সভাপতিত্বে শিরোমণি অকালি দলের এক উচ্চপর্যায়ের বৈঠক বসেছিল। সেখানেই বিজেপি’র সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কৃষি ক্ষেত্র নিয়ে চলতি মাসের গোড়ায় যে তিনটি বিতর্কিত বিল গৃহীত হয়েছে, তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত নিল শরিক শিরোমণি অকালি দল। দলের প্রধান সুখবীর সিং বাদল চণ্ডীগড়ে জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সভা শিরোমণি অকালি দল কোর কমিটি আজ জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকেই বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে বেরিয়ে আসার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদিত ফসল বিক্রি করে কৃষকরা যাতে ন্যূনতম সহায়ক মূল্য পান তা নিশ্চিত করতে আমরা আইনি বিধিবদ্ধ সংস্থান রাখার কথা বলেছিলাম। সরকার আমাদের এই দাবিকে অস্বীকার করেছে। যার প্রতিবাদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে শিরোমণি অকালি দল। দলের মূল ভোটাদাতারাই হলেন কৃষককুল। আর এই তিনটি বিল কৃষককুলের কাছে ‘প্রাণঘাতী ও সর্বনাশা’।
উল্লেখ্য, গত সপ্তাহে লোকসভায় কৃষি বিল পাশ হয়ে গিয়েছে। ওই দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। অকালি দলকে নিয়ে মোট তিনটি প্রধান দল এখনও পর্যন্ত এনডিএ ছেড়ে দিল। এর আগে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও শিবসেনা এনডিএ ছেড়ে বেরিয়ে যায়। এবার সেখানে যোগ হল শিরোমণি অকালি দল।