দেশ ব্রেকিং নিউজ

ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত

করোনা আবহের মধ্যেই প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। তিনি রেখে গেলেন স্ত্রী রেণু এবং পুত্র অমিত যোগীকে। ফলে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মে মাসের প্রথমেই বাড়ির বাগানে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন অজিত যোগী। তারপরেই তাঁকে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০ দিন কোমায় ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, গত ৯ মে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মেডিক্যাল বুলেটিন থেকে জানা গিয়েছিল, ভেন্টিলেশনে রাখা হয়েছিল অজিত যোগীকে। তাঁর নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে।
উল্লেখ্য, পৃথক রাজ্য হিসেবে ঘোষিত হওয়ার পর ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত যোগী। ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৬ সালে ছত্তিশগড়ের উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে গোলযোগ বাঁধে অজিত যোগী এবং পুত্র অমিতের। তারপরই কংগ্রেস ত্যাগ করে জনতা কংগ্রেস ছত্তিশগড় দলের প্রতিষ্ঠা করেন তিনি।