দেশ ব্রেকিং নিউজ

‘‌হাইটেক পথে এগোচ্ছে জঙ্গিরা’‌

আধুনিক ড্রোনে পাচার করা হচ্ছে অস্ত্র। ডার্ক ওয়েব জঙ্গিদের যোগাযোগের মাধ্যম। উজবেকিস্তানে আয়োজিত একঝাঁক দেশের নিরাপত্তা সম্মেলনে এই তথ্য জানালেন অজিত দোভাল। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সামনেই পাকিস্তানের মদতপুষ্ট লস্কর–ই–তৈবা এবং জয়েশ–ই–মহম্মদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পাকিস্তানকে চরম অস্বস্তিতে ফেলে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

উজবেকিস্তানের দুশানবেতে আয়োজিত সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এক বৈঠকে দোভাল বলেন, ‘‌সম্পূর্ণ হাইটেক নেটওয়ার্ক এবং প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে জঙ্গিরা। জম্মু–কাশ্মীরে এরকম উদাহরণ পাওয়া যাচ্ছে। এখন আর চিরাচরিত পন্থায় অস্ত্র জোগান অথবা জঙ্গি অনুপ্রবেশের মধ্যেই সীমাবদ্ধ নেই সন্ত্রাসবাদ।’‌

অজিত দোভাল ওই বৈঠকে জানান, এখন ড্রোনে পাঠানো হচ্ছে অস্ত্র। যাতে কোনওভাবেই জঙ্গিদের নেটওয়ার্ক ও সংযোগ ধরা না যায়। উল্লেখ্য, ডার্ক ওয়েব এমন একটি ইন্টারনেট ব্যবস্থা যার সার্চ ইঞ্জিন নেই। সাধারণত গ্রুপে অথবা কমিউনিটি যোগাযোগ হিসেবে ব্যক্তিগতভাবে এটিকে ব্যবহার করা হয়। এই ডার্ক ওয়েবের মাধ্যমে যোগাযোগ ঘটলে গোটা সংযোগ অদৃশ্য থাকে এবং লোকেশন জানা যায় না।

এভাবে নিজেদের উচ্চ প্রযুক্তিতে বদলে নেওয়ার কারণে জঙ্গিদের নেটওয়ার্ককে অনুসরণ করা সমস্যা হয়েছে তদন্তকারী এজেন্সি, গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থাগুলির। এখন আর শুধু সীমান্ত নজরদারি, মোবাইল ফোন ইন্টারসেপশন অথবা নজরদারি করে লাভ নেই। উজবেকিস্তানের এই বৈঠকে দোভাল প্রস্তাব দিয়েছেন লস্কর ও জয়েশের বিরুদ্ধে একটি সুসংহত অ্যাকশন প্ল্যান নিতে হবে।