দেশ লিড নিউজ

এসসিও বৈঠক ত্যাগ করলেন অজিত ডোভাল

নেপালের রাস্তা ধরেই বিতর্কিত মানচিত্র পেশ করল পাকিস্তান। আর এই মানচিত্র সামনে এনে ভারতের সঙ্গে ফের সংঘাতে জড়িয়ে পড়ল পাকিস্তান। পাকিস্তানের এই নয়া মানচিত্র নজরে আসতেই সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের ভার্চুয়াল বৈঠকের মাঝপথ থেকে সরে দাঁড়ালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, ভারত, পাকিস্তান–সহ এসসিও’‌র সদস্য আটটি দেশের জাতীয় নিরাপত্তা উপেদেষ্টারা ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানে ভিডিও কনফারেন্স চলাকালীন অজিত ডোভাল লক্ষ করেন, পাকিস্তানের প্রতিনিধি সৈয়দ ইউসুফের পিছনে বড় করে একটি পাকিস্তানের মানচিত্র ঝোলানো রয়েছে। তাতে ভারতীয় ভূখণ্ডের জম্মু–কাশ্মীর, লাদাখ ছাড়াও গুজরাতের জুনাগড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা দেখে মেজাজ সপ্তমে তোলেন ডোভাল। এই ঘটনার প্রতিবাদে এসসিও’‌র বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি।
এদিকে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, পাকিস্তান এসসিও বৈঠকের সমস্ত শর্ত লঙ্ঘন করেছে। তখনই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত। বৈঠক পরিচালনা করছিলেন রাশিয়ার প্রতিনিধি নিকোলাই পাত্রুশেভ। তাঁর কাছেই প্রতিবাদ লিপিবদ্ধ করে বৈঠক ত্যাগ করেন অজিত ডোভাল।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়, সাংহাই কো–অপারেশনের অর্থই হল— প্রতিটি সদস্য দেশ এক অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা দেবে। বৈঠকে পাকিস্তান যা করতে চলেছে, তা আগে থেকে বোঝা উচিত ছিল আয়োজকদের। রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানকে এই ম্যাপ প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছিল। ইসলামাবাদের প্রতিনিধি সেই আবেদনে সাড়া দেননি। তখনই বৈঠক ছেড়ে বেরিয়ে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই ঘটনায় পাকিস্তানের মুখ পুড়েছে বিশ্বের সামনে।
উল্লেখ্য, রাশিয়ার ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের সচিব পাত্রুশেভ জানান, বৈঠকে পাকিস্তান অতি–সক্রিয়তা দেখানোর চেষ্টা করেছে। রাশিয়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই উস্কানিমূলক পদক্ষেপ সমর্থন করেনি।