সেই ঘুরিয়ে রাজ্যের কোর্টে বল ঠেলল কেন্দ্র। সরকারি ব্যবস্থায় বিশেষ বাস অথবা ট্রেন ছাড়া যাতে পরিযায়ী শ্রমিকরা অন্য কোনও উপায়ে ফেরার চেষ্টা না করেন, তার দেখভালের দায়িত্ব রাজ্য সরকারগুলির। শনিবার সকালে এই মর্মে একটি চিঠি রাজ্যগুলির মুখ্যসচিবের উদ্দেশ্যে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। ফলে আবার জোর বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছে।
ওই চিঠিতে ভাল্লা লিখেছেন, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিশ্চিত করতে হবে বিশেষ বাস অথবা ট্রেন ছাড়া কোনও পরিযায়ী শ্রমিক যাতে রাস্তা অথবা রেললাইন ধরে হেঁটে বা অন্য কোনও উপায়ে ফেরার চেষ্টা না করেন। কারণ তাঁদের শুধুমাত্র বিশেষ বাস অথবা ট্রেনে করেই ফেরানো হচ্ছে। দু’দিন আগে সুপ্রিম কোর্টের তিন বিচারপতি এল. নাগেশ্বর রাও, সঞ্জয় কাউল, বিআর গভই–এর ঔরঙ্গবাদের বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতিদের পর্যবেক্ষণ— কেউ রেললাইনে ঘুমিয়ে পড়লে কী করা যাবে? কেউ রেললাইন ধরে হাঁটতে শুরু করলে আদালত তাঁদের রুখবে কীভাবে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আরও লিখেছেন, রাস্তা–রেললাইন ধরে হেঁটে অথবা ট্রাকে চড়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার চেষ্টা দেশের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। তাঁদের সুষ্ঠুভাবে ঘরে ফেরানো এটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের দায়িত্ব। এদিকে সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চ বলেছিল, ‘কেউ রেললাইনে ঘুমিয়ে পড়লে কী করা যাবে? কে হেঁটে যাচ্ছে, কে যাচ্ছে না, তা দেখা কখনই আদালতের পক্ষে সম্ভব নয়।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কথায়, রাজ্য সরকারগুলির উচিত পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেন বা বাসে করে বাড়ি ফেরানোর সুব্যবস্থা করা। ভারতীয় রেল রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে প্রত্যেকদিন ১০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাচ্ছে। তার পরেও অন্য পথে ঘরে ফেরার চেষ্টার জেরে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এটার উপর রাজ্যকেই নজরদারি চালাতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, পরিযায়ী শ্রমিকদের থাকা–খাওয়া, বাড়ি ফেরার ব্যবস্থা রাজ্যকেই নিতে হবে।
সেই নির্দেশকে মাথায় রেখেই এবার অজয় ভাল্লা লিখেছেন, কোনও পরিযায়ী শ্রমিককে হাঁটতে দেখলে তাঁর কাউন্সেলিং করতে হবে। এভাবে কেন হাঁটা উচিত নয় তা বোঝাতে হবে। রাজ্যকে তাঁর জন্য খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি যাতে সুষ্ঠু ভাবে বাড়ি ফিরতে পারেন, তার জন্য শ্রমিক স্পেশাল ট্রেনে বা বাসের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।