বিনোদন

ভাই হারালেন অজয়

প্রয়াত হলেন অভিনেতা অজয় দেবগণের ভাই নির্মাতা অনিল দেবগণ। মঙ্গলবার (০৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে ভাইয়ের মৃত্যুর বিষয়টি অজয় দেবগণ নিশ্চিত করেছেন।

শেয়ার করা ওই পোস্টে অজয় দেবগণ লিখেছেন- “সোমবার রাতে আমি আমার ভাইকে হারিয়েছি। তার মৃত্যুতে পরিবারের প্রত্যেকেই ভেঙে পড়েছেন। সকলে তার জন্য প্রার্থনা করবেন। করোনা মহামারির কারণে আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করবো না।”

তবে অনিল দেবগণের মৃত্যু কি কারণে হয়েছে সে বিষয়ে অজয় দেবগণ কিছু জানাননি। ভাই অনিলের পরিচালিত ‘রাজা চাচ্চু’ ও ‘ব্ল্যাকমেইল’ ছবি দুটিতে অভিনয় করেছিলেন অজয়।