বিবাদ-দ্বন্দ ভুলে যশরাজ ফিল্মসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা অজয় দেবগন এমনটাই শোনা যাচ্ছে। অজয়ের সঙ্গে আট বছর আগের ঝামেলা মিটিয়ে যশরাজ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের নতুন এক চমক দিতে যাচ্ছেন।
ছবিটির ব্যাপারে সরাসরি না বলা হলেও বেশ বড় বাজেটের সিনেমা হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে। এখানে অজয়কে সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে এ তথ্যও জানা গেছে। কোনো একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে সিনেমাটি হবে। পরিচালনা করবেন শিব রাওয়াইলে। এটি দিয়েই তিনি পরিচালনায় অভিষিক্ত হবেন।
যশরাজ ফিল্মসের একজন টেকনিক্যাল কর্মকর্তা জানিয়েছেন, ‘মূলত সুপারহিরো কেন্দ্রিক সিনেমার সফলতা থেকেই এই সিনেমার পরিকল্পনা। ‘কৃষ’,‘রা ওয়ান’ চরিত্রগুলো বলিউডপ্রেমীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ ‘বাহুবলী’ সিনেমাও প্রমাণ করেছে এখানে সুপারহিরো আমেজের ছবিগুলো নিয়ে সবার আগ্রহ অনেক বেশি। ‘ধুম’ এবং ‘টাইগার’-এর মত অ্যাকশন ধারার সিনেমা করে সফল যশরাজ ফিল্মস তাই এবার সুপারহিরো কেন্দ্রিক ছবির মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।’
তবে ছবিটিতে অজয় অভিনয় করবেন কী না সেটি এখনো নিশ্চিত করে জানাননি। তবে ছবির পরিকল্পনা ও চিত্রনাট্য নাকি তার পছন্দ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ২৭ সেপ্টেম্বর এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।