আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ফের বিমান দুর্ঘটনা রাশিয়ায়

ফের বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল রাশিয়ায়। বুধবার, বেলারুশের একটি পণ্যবাহী এএন-১২ বিমান পূর্ব রাশিয়ায় অবতরণ করার সময় দুর্ঘটনা ঘটে। রাশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৯। প্রথমবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় বিমানটি। দ্বিতীয়বার অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে।

সূত্রের খবর, অবতরণের সময় বিমান টি ভেঙে পড়ে এবং তারপরই বিমানটিতে আগুন ধরে যায়। বেলারুশ ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে বিমানের ৯ জন যাত্রীই মারা গিয়েছেন। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বেলারুশিয়ান আধিকারিকরা জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন বেলারুশীয়, দু’জন রাশিয়ান এবং দু’জন ইউক্রেনের নাগরিক রয়েছেন।

গত অক্টোবর মাসেও রাশিয়ায় একটি বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় অন্তত ১৬ জনের। বিমানটি ছিল ভলান্টিয়ার সোসাইটি ফর অ্যাসিসটেন্সের মালিকাধীন।