দেশ ব্রেকিং নিউজ

মাইক্রোসফট সার্ভার ডাউনের জেরে বিশ্বজুড়ে ব্যহত বিমান পরিষেবা

মাইক্রোসফটের বিভ্রাটে শুক্রবার দিনভর ভোগান্তির শিকার হতে হয় বিমান যাত্রীদের। শনিবার সকাল থেকে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। শুক্রবার দিনব্যাপী সিস্টেম বিভ্রাটের পর পাটনা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

যদিও পরিষেবা স্বাভাবিক হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই ও দিল্লি বিমানবন্দরেও। এদিন সকালে চেন্নাই বিমানবন্দরে বিমান যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীরা তাঁদের সমস্যার কথা জানান। কমপক্ষে ১৬টি বিমান বাতিল করা হয়েছে এবং ৩০টি বিমান কয়েক ঘন্টা বিলম্বিত হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে – সার্ভারের ত্রুটির কারণে সারা বিশ্বের অনেক এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলিতে কিছুক্ষণের জন্য হলেও অনলাইন ও বিমানবন্দরের কার্যক্রমকে প্রভাবিত হয়।