আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

তালিবানি আফগানিস্তানে বড়সড় বিমান হানা আমেরিকার

তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান বাহিনীকে সাহায্য করতে ইতিমধ্যেই বিমানহানা শুরু করে দিল আমেরিকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ, বিগত কয়েকদিন আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। যা স্বীকারও করে নিয়েছে পেন্টাগন, তবে কবে ও কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তার তথ্য প্রকাশ করা হয়নি সামরিক কারণে।

 

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, “পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে চাই না। তবে এটা বলতে পারি যে আমরা গত কয়েক দিনে আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় বিমানহানা চালানো হয়েছে। আফগান সেনাবাহিনীকে সাহায্য করতেই এই হামলা জারি রাখা হবে”। এর থেকে একটা বিষয় পরিস্কার মার্কিন সেনা যতই আফগানিস্তান থেকে সরে আসুক, তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আমেরিকা।

 

আফগানিস্তান থেকে আমেরিকান সেনা ও ন্যাটো বাহিনী তুলে নেওয়ার পরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আফগান সেনাবাহিনীকে। সে দেশের সিংহভাগ এলাকাই ফের দখল করে নিয়েছে তালিবান জঙ্গিগোষ্ঠী। জানা যাচ্ছে, দেশের ৪০০টি জেলাকে ইতিমধ্যেই কব্জা করে ফেলেছে জঙ্গিরা, সেখানে চলছে তালিবানি শাসন ও অত্যাচার। এই পরিস্থিতিতে ফের এগিয়ে এল আমেরিকা। আচমকাই বিমান হামলা চালিয়ে বেশ কয়েকটি তালিবান ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি। আমেরিকার জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান মার্ক মিলি জানিয়েছেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, যে কোনও মুহূর্তে যে কোনও কিছু ঘটতে পারে।