ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ প্রশিক্ষণ চলাকালীন তেলঙ্গানার দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে একটি বিমান ভেঙে পড়ে। পিসি ৭ এমকে১ ট্রেনার এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমানটি ভেঙে পড়ে। বিমানে ছিলেন একজন প্রশিক্ষক ও ক্যাডেট। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়। যদিও পাইলটদের মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে তেলঙ্গনার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে পিলাটাস পিসি-৭ এমকে২ ট্রেনার বিমানটি। ওই বিমানে ছিলেন একজন প্রশিক্ষণ ও একজন ক্যাডেট। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। তবে দুর্ঘটনার জেরে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি বা অসামরিক কোনও ব্যক্তি আহত বা নিহত হননি বলে খবর। এই প্রশিক্ষণ বিমানের ভেঙে পড়ার নেপথ্য কারণ খুঁজতে ইতিমধ্যে বায়ুসেনার তরফে তদন্ত শুরু হয়েছে।