সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কারণ হিসেবে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে এআইএফএফ -এ কোন নির্বাচন হয়নি বা নতুন কোন কমিটি গঠন হয়নি; সর্বোচ্চ পদে বসেছিলেন প্রফুল্ল প্যাটেল। সেই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই অনুযায়ী কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর তিনজনের সদস্য কমিটি বসায়।
এখানে বলা হয়েছে, যতদিন না নতুন করে নির্বাচন হচ্ছে বা নতুন কমিটি গঠন হচ্ছে ততদিন এই নির্বাসন চলবে। এখন সবচেয়ে সংকটে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। এর ফলে ঘোর সঙ্কটে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের বয়সভিত্তিক বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাসন না উঠলে বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে।
এমনকি ফিফা নির্দেশ দিয়েছে, ভারতীয় কোন ক্লাব ফুটবল দল কোন বিদেশী ক্লাবের সঙ্গে কোন ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারবে না। ফলে এটা বলাই যায় যে, ভারতীয় ফুটবলে নেমে এল এক অনিশ্চয়তার অন্ধকার।
You must be logged in to post a comment.