খেলাধুলা লিড নিউজ

AIFF: ভারতীয় ফুটবলের নতুন সভাপতি কল্যাণ চৌবে

প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে হারিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হলেন কল্যাণ চৌবে।

এবার দেশের ফুটবলের গুরুদায়িত্ব প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতার হাতে। প্রিয়রঞ্জন দাশমুন্সির পর দ্বিতীয় বাঙালি হিসাবে ভারতীয় ফুটবলের তাজ মাথায় উঠল কল্যাণের।
গুজরাট থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সমর্থন পেয়েছিলেন অধিকাংশ ফুটবল সংস্থার।

মাঠের বাইরের লড়াইয়ের প্রাথমিক রিপোর্টে অনেকটাই এগিয়ে ছিলেন কল্যাণ। ফল প্রকাশের পরও সেই ছবিই স্পষ্ট হল। সভাপতি নির্বাচনে যেখানে ৩৩টি ভোট পড়েছে কল্যাণের নামে, সেখানে মাত্র ১ টি ভোট পেয়েছেন বাইচুং।

দীর্ঘদিন ধরে আটকে ছিল ফেডারেশনের নির্বাচন। যার জেরে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে চলছিল AIFF। যে কারণে নির্বাসনের মুখে পড়তে হয় ফেডারেশনকে। এমনকি অক্টোবর মাসে ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনও অনিশ্চিত হয়ে পড়ে।

তবে সুপ্রিমকোর্টের পদক্ষেপে সব জটিলতা কাটে। দ্রুত নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। তারপরই নির্বাসন তুলে নেয় ফিফা। নির্দেশ মতো নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হলেন কল্যাণ।

টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন কল্যাণ চৌবে। ১৯৯৬ সালে গোল্ডেন ব্যাচে তিনি পাশ করেন। শেষবার কৃষ্ণনগর থেকে বিধানসভা নির্বাচনে পরাস্ত হয়েছিলেন তিনি। ভারতের সিনিয়র ফুটবল দলের হয়ে কখনও খেলতে না পারলেও বেশ কয়েকবার স্কোয়াডে তাঁকে রাখা হয়েছিল। যদিও আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টে তিনি বেশ কয়েকবার ভারতের হয়ে খেলেছেন।