ফের বিপাকে কংগ্রেস। কিছুদিন আগে এড়িয়ে গিয়েছিলেন ইডি–কে। এবার তা আর হল না। সোনিয়ার পরামর্শদাতা কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে টানা জেরা করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এই জেরা আর্থিক দুর্নীতির কথা উঠে এসেছে বলে সূত্রের খবর। করোনাভাইরাস নিয়ে দেশ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন আর্থিক দুর্নীতির জালে জড়িয়ে ফেলা হচ্ছে এই কংগ্রেস শীর্ষ নেতাকে বলে অভিযোগ। পি চিদম্বরমের পর এবার নাম উঠেছে আহমেদ প্যাটেলের। যা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি।
জানা গিয়েছে, শনিবার দিল্লিতে আহমেদ প্যাটেলের বাড়িতে গিয়ে স্টারলিং বায়োটেক কোম্পানির ৫,০০০ কোটি টাকা দুর্নীতি মামলায় তাঁকে জেরা করল ইডি। ওই কোম্পানির মালিক সান্দেসারা ব্রাদার্স। ইডি’র পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়, আহমেদ প্যাটেলের বয়স ৬৫ পার হয়েছে। করোনার গাইডলাইন অনুযায়ী তাঁর বাড়িতে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। দফায় দফায় জেরা করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে ওই মামলায় আহমেদ প্যাটেলের ছেলেকে জেরা করে ইডি। তাঁর জামাই ইরফান সিদ্দিকিকেও জেরা করা হয়। ইডি সূত্রে খবর, সান্দেসারা ব্রাদার্সের চেতন সান্দেসারার সঙ্গে ওই আর্থিক লেনদেনে জড়িত আহমেদ প্যাটল, তাঁর ছেলে ফাইসল প্যাটেল এবং জামাই ইরফান সিদ্দিকি বলে অভিযোগ। যার
তদন্ত করছে সিবিআই। গুজরাতের ওই কোম্পানি অন্ধ্র ব্যাঙ্কের কনসোর্টিয়াম থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নেয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই কোম্পানির বকেয়া দাঁড়িয়েছে ৫,৩৮৩ কোটি টাকা।
ইডি সূত্রে খবর, কোম্পানির দুই মালিক নীতীন ও চেতন সান্দেসারা নাইজেরিয়া রয়েছে বলে মনে করা হচ্ছে। ওই কোম্পানির সম্পত্তির পরিমাণ ১৪,৫০০ কোটি টাকা। ওই সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। অভিযোগ, অন্ধ্র ব্যাঙ্কের কাজ থেকে ওই বিপুল টাকা ঋণ নিয়ে তা নাইজেরিয়ায় তেল কোম্পানিতে বিনিয়োগ করে সান্দেসারা ব্রাদার্স। ২৬ জুন দিল্লির একাধিক জায়গায় হানা দেয় ইডি। অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৭৮৭.২৫ কোটি টাকা ক্ষতির সঙ্গে নাম জড়িয়েছে কমলনাথের ভাগ্নে রাতুল পুরীর।