মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকে ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস।
দেশের স্বার্থে পুলিশের আত্ম বলিদান এর কথা মনে রাখার মতো, বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন মুখ্যমন্ত্রী। এদিন পুলিশদের জন্য একগুচ্ছ ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• পুলিশ কনস্টেবল প্রবেশিকা পরীক্ষার বয়স সীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে।
• ‘সিভিক ভলান্টিয়ার ও অন্যান্য ভলান্টিয়ারদের প্রমোশনের ও বয়স বাড়িয়ে ২৭ থেকে ৩৫ করা হয়েছে।
• যারা পুলিশের গাড়ি চালায় তাদেরও মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
• এছাড়াও পুলিশদের জন্য ইউনিফর্ম এলাউন্স ও চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী
পুলিশ দিবস উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার উদ্যোগে পুলিশের পক্ষ থেকে এক বিশাল বাইক রেলির আয়োজন করা হয়। যা গোটা শহর শহর পরিক্রমা করে। এই বাইক রেলির মধ্যে দিয়ে পুলিশের তরফ থেকে নানা রকম বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালানো এবং বাল্যবিবাহ এ ছাড়া বেশ কয়েকটি বিষয় বার্তা দেওয়া হয়েছে এই রেলির মধ্য থেকে।
অন্যদিকে, পুলিশ দিবস উপলক্ষে ভাটপাড়া থানার উদ্যোগে এক পদযাত্রা আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন সকালে ভাটপাড়া থানার সামনে থেকে শুরু করে শেষ হয় ভাটপাড়া আর্য্যসমাজ মোড়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ভাটপাড়া থানার সমস্ত পুলিশ কর্মী থেকে শুরু করে তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা।