শনিবার বহরমপুর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত গোরাবাজার শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও পৌর নগর উন্নয়ন দপ্তরের এক কোটি ত্রিশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতায় বহরমপুর পৌরসভার গোরাবাজার শব দাহ ঘাটের আধুনিকিকরণ সহ বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করা হয়।
গোরাবাজার লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা শবদাহ সৎকার নিয়ে দীর্ঘদিন ধরে অসুবিধায় পড়ছিলেন। শেষমেশ গোরাবাজার শ্মশান ঘাটে এই বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হওয়ায় মৃতদেহ সৎকার অনেকটাই সহজ হল।
এদিন পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি বলেন, “এই বৈদ্যুতিক চুল্লি গত ডিসেম্বর মাসের ৩১ তারিখে চালু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ক’দিন বেশি সময় লাগলো।”
অন্যদিকে শনিবারই বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানান, রবিবার মুর্শিদাবাদে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। মুর্শিদাবাদে এই যাত্রার অন্যতম দাবি ছিল, গোরাবাজার শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি দ্রুত চালু করা। কিন্তু শনিবার সাংবাদিক বৈঠকের পরেই সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই বৈদ্যুতিক চুলের পুনরায় শুভ উদ্বোধন করেন তৃণমূল নেতা নাড়ুগোপাল মুখার্জি। যা তৃণমূলের বুদ্ধিদীপ্ত মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন সকলেই।