হাজার হাজার কৃষক রাস্তায়। নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। বিল ফিরিয়ে নেওয়ার ভাবনা সরকারের নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা আরও একবার স্পষ্ট করে দিলেন। আকাশবাণীতে মাসিক ‘মন কি বাত’ শীর্ষক অনুষ্ঠানে মোদী বলেন,”ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে কৃষি সংস্কার।”
গত কয়েক বছর ধরে কৃষকরা কৃষি সংস্কারের দাবি করে আসছিলেন, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন,”কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল। সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল। এখন তা পূরণ হয়েছে। অনেক আলোচনার পর কৃষি আইনে সংস্কার হয়েছে। অধিকার পেয়েছেন কৃষকরা। নতুন সুযোগ তৈরি হয়েছে। কৃষকদের সমস্যার সমাধান হয়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কৃষি আইনের সুবিধার কথা বলতে গিয়ে মহারাষ্ট্রের জনৈক ভুট্টা চাষির উদাহরণ টেনে এনেছেন। তিনি বলেন,” মহারাষ্ট্রের কৃষক জিতেন্দ্র ভইয়ের ফসলের দাম ঠিক হয়েছিল ৩ লক্ষ ৩২ হাজার। কিছু টাকা দিয়ে বাকি টাকা ১৫ দিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেতা। তবে মেলেনি। ৪ মাস সেই টাকা পাননি। এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নতুন কৃষি আইন কাজে দিয়েছে জিতেন্দ্রর। আইনে রয়েছে, ফসল ক্রয়ের সম্পূর্ণ টাকা মেটাতে হবে ৩ দিনের মধ্যে। কৃষকের অভিযোগের এক মাসের মধ্যে তার সমাধান করতে হবে। কয়েকদিনের মধ্যে ভুট্টার পুরো দাম পেয়েছেন জিতেন্দ্র। নতুন আইন তাঁকে সক্ষম করেছে।”