‘শস্য ভাণ্ডার’ হিসেবে পরিচিত দক্ষিণ দামোদর এলাকার সমৃদ্ধশালী ব্লক ইন্দাস। গত কয়েক বছর ধরে এই এলাকার একটি বিশেষ অংশের মানুষের কাছে নদী ভাঙ্গন সমস্যা বড়সড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রোল গ্রাম পঞ্চায়েত এলাকার ভাষনা গ্রামের মানুষের দাবি, গত কয়েক বছরে প্রায় পাঁচশো বিঘা কৃষি জমি দামোদরের গর্ভে চলে গেছে। আর এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় পুরো গ্রামটাই গিলে খাবে দামোদর। আর এই পিছনে প্রশাসনিক উদাসীনতা ও দিনের পর দিন অবৈধভাবে বালি উত্তোলনকেই দায়ী করছেন ঐ এলাকার মানুষ।
গ্রামবাসীদের দাবির সত্যতার প্রমাণ মিললো আমাদের ক্যামেরাতেও। একদিকে দামোদর থেকে তোলা বালির স্তুপ। অন্যদিকে জলের তোড়ে ভেঙ্গে পড়ছে নদীর পাড়। কমছে কৃষি জমির পরিমান। ফলে চরম দূরবস্থার মধ্যে ঐ এলাকার কৃষিজীবি মানুষ।
এবিষয়ে বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত বলেন, নদীভাঙ্গন রোধে রাজ্যের সেচ দপ্তর ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রোল গ্রাম পঞ্চায়েতের ভাষনা গ্রামের বিষয়টি নিয়ে দামোদর রাইট ব্যাঙ্ক ইরিগেশানের তরফে একটি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। ঐ প্রকল্পের অনুমোদন মিললেই কাজ শুরু হবে বলে তিনি জানান ।
বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ, বাঁকুড়ার
![]() | ReplyForward |